ভারতীয় ভিসার অনলাইন ফর্ম ফিলাপের নিয়মাবলী
বাংলাদেশের মধ্যে ঢাকা, খুলনা, সিলেট, ময়মনসিং, রাজশাহী আর চট্রগ্রামে ভারতীয় ভিসার জন্য আবেদন করা যায় । ঢাকাতে শ্যামলী,উত্তরা , মতিঝিল আর গুলশানে আবেদন পত্র জমা নেয় ।
প্রথমেhttp://www.ivacbd.com প্রবেশ করুন । এরপর আবেদন পত্র সঠিক নিয়মে পূরন করুন । (এই লিংক মাঝে মাঝে কাজ করে না । ভিতরে ঢুকতে হয় । )
১। আবেদনের তারিখে পাসপোর্টের মেয়াদ ছয় মাস বা তার বেশি থাকতে হবে । সঠিক নিয়মে ফর্ম পূরন করতে হবে । আপনার ফর্ম পূরনের সময় একটি তারিখ জানতে চাইবে আপনি কবে ভিসা ফর্ম জমা দিবেন । আপনার সুবিধা মত তারিখ নির্বাচন করুন ।
২। ব্যাংক থেকে ১৫০ ডলার কিংবা তার বেশী পাসপোর্ট এ এন্ডোস করা থাকতে হবে। সাথে সার্টিফিকেট নিতে ভুলবেন না । যদি ডলার এন্ডোস না করেন তবে আপনার গত তিন মাসের ব্যাংক এস্টেটম্যান্ট জমা দিতে হবে। ব্যাংকে কমপক্ষে ২০০০০/= ( বিশ হাজার টাকা ) সমাপনী ব্যালেন্স রেখে ষ্ট্যাটমেন্ট জমা দিবে ।
৩। নাগরিকত্ব সার্টিফিকেট বা ন্যশনাল আইডি কার্ডের ফটোকপি নিবেন । যদি স্কুল , কলেজ, বিশ্ববিদ্যালয় বা অফিসের আইডি থাকে তাও ফটোকপি জমা দিবেন । (একটা মূল কপি নিয়ে যাবেন যদি লাগে তারা নিবে । কাজ শেষে ফেরত দিবে ।)
৪। আপনি কি করেন তা প্রমানের জন্য যে কোন সার্টিফিকেট নিবেন (ব্যবসা হলে আপনার ট্রেড লাইসন্সের ফটোকপি কিংবা চাকুরী করলে যথাযত পক্ষের থেকে লেটার নিতে হবে। উভয়ক্ষেত্রে ভিজিটিং কার্ড নিবেন) । অফিস থেকে ছুটি মঞ্জুরের অনুমতিপত্র ও জমা দিতে হবে ।
৫। কমিশনার বা চেয়ারম্যানের সনদপত্র হলে চলবে । যে বাড়ির ঠিকানা আপনার পার্সপোটে উল্লেখ করা আছে সেই বাড়ির বিদ্যুৎ, পানি, ফোন, গ্যাস বিলের ফটোকপি জমা দিন । একটা মূল কপি নিয়ে যাবেন যদি লাগে তারা নিবে । কাজ শেষে ফেরত দিবে ।
৬। ট্যুরিষ্ট ভিসা একবছরের জন্য প্রদান করা হয় । এটার মেয়াদ কোন ভাবেই বাড়ানো যায় না ।
৭। চিকিৎসা সংক্রান্ত ভিসার জন্য যেতে হলে ডাক্তারের নাম , ভিজিটিং কার্ড, এপয়েন্টম্যান ডেট, রুগীর সকল কাগজপত্র, বাংলাদেশের ডাক্তারের রের্ফাড এর কাগজ জমা দিতে হবে । চিকিৎসা সংক্রান্ত ভিসার মেয়াদ বাড়ানো যায় ।
৮। অফিসিয়াল আমন্ত্রন পেলে সেই আমন্ত্রন পত্রে কপি জমা দিতে হবে ।
৯। ট্রানজিট ভিসার ক্ষেত্রে নেপাল বা ভুটানের ভিসা আগে নেয়াটা ভাল । সে ক্ষেত্রে আপনি ৭২ (বাহাত্তর ঘন্টা) ভারতে অবস্থানের সুযোগ পাবেন ।
১০। ভিসা ফি-
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আবেদনপত্র প্রতি ভিসা প্রসেসিং ফি (টাকায়)
উত্তরা, ঢাকা ৬০০/-
গুলশান, ঢাকা ৬০০/-
মতিঝিল, ঢাকা ৬০০/-
মিরপুর রোড, ঢাকা ৬০০/
চট্টগ্রাম ৬০০/-
সিলেট ৭০০/-
খুলনা ৭০০/-
রাজশাহী ৬০০/-
বরিশাল ৭০০/-
ময়মনসিংহ ৭০০/-
রংপুর ৭০০/-
আইভ্যাক, যশোর ৭০০/-
১১। ভিসা ফর্ম জমা নেয়ার সময় সকাল ৮টা থেকে বেলা ১টা ( সময় পরির্বতন করা হয় )
১২। পার্সপোট ফেরত দেয়ার সময় বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা (সময় পরির্বতন করা হয় )
১৩। ভিসা সেন্টারে ফোন ব্যবহার নিষেধ । ভিসা সেন্টারে বড় কোন ব্যাগ সাথে রাখা যাবে না ।
১৪। ছবির মাপ ২ ইঞ্চি বাই ২ ইঞ্চি হতে হবে, বেশী পুরানো হলে চলবে না। বর্তমান চোহারা ফুটে উঠতে হবে !
কমপক্ষে বিশ দিন আগে ভিসার জন্য আবেদন করা ভাল ।
বাংলাদেশীদের যেই যেই ক্যাটাগরিতে ভারতীয় ভিসা দেয়া হয় !
১. বিজনেস ভিসা
২. সিঙ্গেল এন্টি ভিসা
৩. সিঙ্গেল এন্টি ট্র্যানজিট ভিসা
৪. ডাবল এন্টি ট্র্যানজিট ভিসা
৫. মেডিক্যাল / মেডিক্যাল এটেডডেন্ট
৬. সাংবাদিক
৭. ষ্টুডেন্ট
৮. রির্সাচ ভিসা
৯. কনফারেন্স
১০. এম্পমেন্ট ভিসা
১১. ট্রেনিং
এই ঠিকানা গুলোতে ভিসা ফর্ম জমা নেয়া হয় ।
This Are Indian Visa Application Center ( IVAC) in Bangladesh
1. IVAC, Gulshan. Dhaka
House # 12, Road # 137,
Gulshan-1 Dhaka -1212,
Bangladesh.
Tel: 00-88-02-9893006, 8833632
Fax: 00-88-02-9863229
Email: info@ivacbd.com
Website: www.ivacbd.com
2. IVAC, Motijil .Dhaka
State Bank of India
Shadharon Bima Bhaban, 24-25, Dilkusha C/A,
Tel: +88-02-9553371, 9554251
Fax: +88-02-9563991
Email: info@ivacbd.com
Website: www.ivacbd.com
3. IVAC, Chittagong
State Bank of India
2111, Zakir Hossain Road, Habib Lane, Opposite Holy Crescent Hospital, Chittagong
Tel : 00-88 -031-2551100
Fax: 00-88-031-2524492
E-mail : ivacctg@colbd.com
Website : www.ivacbd.com
4. IVAC, Sylhet
State Bank of India
Rahim Tower, Subhanighat Biswa Road,
Sylhet 3100, Bangladesh.
Tel: 00-88-0821 - 719273
Fax: 00-88-0821-719932
E-mail: info@ivacbd.com
Website : www.ivacbd.com
5. Asst. High Commission of India, Rajshahi
284/II, Housing Estate Sopura,
Upashahar, Rajshahi
Telephone No- 00-88-0721-861213/211/215
Fax No : 00-88-0721-861212
E-mail: hoc.rajshahi@mea.gov.in
নিচের ঠিকানা গুলো হাইকমিশনের অফিস । এখনে ভিসা ফর্ম জমা নেয়া হয় না ।
This Are Office of High Commission of India, Bangladesh :
1. High Commission of India,Dhaka
“ Lake View ”
House # 12, Road # 137,
Gulshan-1 Dhaka -1212,
Bangladesh.
Tel: 00-88-02-9893006, 8833632
Fax: 00-88-02-9863229
Email: info@ivacbd.com
Website: www.ivacbd.com
2. Asst. High Commission of India, Chittagong
Postal Address: Habib Lane, 2111, Zakir Hossain Road, Khulshi, Chittagong.
E-mail: ahc@bbts.net
Website: www.ahcictg.net
Telephone no.: 0088-031-654201, 654148
Fax no.: 0088-031-654147
3. Asst. High Commission of India, Rajshahi
284/II, Housing Estate Sopura,
Upashahar, Rajshahi
Telephone No- 00-88-0721-861213/211/215
Fax No : 00-88-0721-861212
E-mail: hoc.rajshahi@mea.gov.in
আমাদের ভুল থাকতে পারে । প্রয়োজনে এডিট করা হবে । ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
0 Comments