।।লোহাগাড়া. চট্টগ্রাম।।
ডাম শিশু শিখন কেন্দ্র স্থায়ীত্বশীল করণের জন্য চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা পরিষদ হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া-সাতকানিয়া মাননীয় সংসদ সদস্যের সহধর্মীনি ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ মিসেস রিজিয়া রেজা চৌধূরী। সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: মাহ্বুব আলম। প্রধান আলোচক ছিলেন ড. মহিউদ্দীন মাহি, প্রফেসর এন্ড ডাইরেক্টর, মরক্কো আগাধীর ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি ও আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন।
ঢাকা আহ্ছানিয়া মিশনের Qatar(EAC) দাতা সংস্থার আর্থিক
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhutd4m8A3Amf7TXMDJv8dnKE9Tn80RnuI6kYzJNofMlTbPvCW_9vKTspOMJKvMYR_HHxlLj2YGWYBUsmIpx9AP_q8T7FQ4SJ9u5kB9_HXGH_dYv10d3Zbm2toSE3vixfiheToIPP_GMsw/s200/22196247_357285908040915_6671850120317038501_n.jpg)
সহায়তায় DAM-CLC প্রকল্পের মাধ্যমে ২০১৩ সাল থেকে লোহাগাড়া উপজেলায় ৮৫টি শিশু শিখন কেন্দ্রের মাধ্যমে ২৫১৭ জন ঝরে পড়া ও স্কুল বর্হিভূত শিশুদের প্রাথমিক শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। ঢাকা আহ্ছানিয়া মিশন থেকে শিক্ষা কেন্দ্র গুলির শিক্ষকদের সন্মানী, প্রশিক্ষণ, ছাত্র-ছাত্রীদের জন্য চাহিদা অনুযায়ী খাতা, কলম, পেন্সিল, ইরেজার, রং পেন্সিল ও উপজেলা শিক্ষা অফিস থেকে প্রয়োজনীয় এনসিটিবি বই সরবরাহ করা হয়েছে।
বর্তমানে দাতা সংস্থার সহায়তা বন্ধ হওয়ায় শিশু শিখন কেন্দ্র গুলি চালু রাখার জন্য সিএলসি কমিটি ও ইউনিয়ন পরিষদের নিকট শিক্ষা কেন্দ্র গুলির ব্যবস্থাপনার জন্য দায়িত্ব হস্থান্তর করা হয়েছে।
মতবিনিময় সভায় লোহাগাড়া উপজেলার ৮৫টি শিশু শিখন কেন্দ্রের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সিএজি ও সিএমসি কমিটির সদস্যরা (৩৫০ জন) উপস্থিত থেকে সিএলসি গুলি চলমান রাখার জন্য প্রধান অতিথির নিকট সার্বিক সহযোগিতার দাবী উপস্থাপন করেন। প্রধান অতিথি লোহাগাড়া এলাকার প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠিত এ সকল শিশু শিখন কেন্দ্র গুলি চলমান রেখে শিশুদের লেখাপড়া অব্যাহত রাখার জন্য সিএলসি গুলি স্থায়ীত্ব করণে শিক্ষকের সন্মানী প্রদানের ব্যবস্থা সহ সার্বিক সহায়তা করবেন বলে জানিয়েছেন।
0 Comments